কাল কত প্রকার? প্রশ্নে বল্টুর উত্তর:
কোন এক স্কুলে
এক
পরিদর্শক
গেছেন।
তো তিনি যথারিতি
ক্লাস
পরিদর্শনে গেছেন
এবং ঢুকেছে ৫মশ্রেণীতে । ঢুকে
তিনি প্রশ্ন
করলেন-
কি ক্লাস হচ্ছে?
১জন উত্তর দিল-
বাংলা-২য়।
ও আচ্ছা-ভিজিটর
বললেন-
বলত কাল কত
প্রকার?
১জন বলল:
২প্রকার- যেমন:
সকাল ও
বিকাল।
২য় জন: গতকাল ও
আগামীকাল।
৩য় জন: ৬ প্রকার-
যেমন: ঐ
৪টি এবং ইহকাল ও
পরকাল।
ততক্ষনে পরিদর্শক
তো রেগে
আগুন।
বললেন
ক্লাসের ১ম রোল
কার?
বল্টু দঁড়াল।
ভিজিটর বলল "তুমি
বল কাল
কত
প্রকার?
তখন
বল্টু মনে মনে ভাবছে
ওরাতো
৬টা বলল, আর আমার রোল নং 1 । আমি
একটু
বেশী না বললে কেমন
হয়?
তাই সে বলল ৮প্রকার-
যেমন:
১। সকাল
২। বিকাল
৩।গতকাল
৪।আগামীকাল
৫। ইহকাল
৬। পরকাল
৭।বাল্যকাল
৮। বৃদ্ধকাল।
#পরিদর্শক_ইন্তেকাল glasses emoticon
No comments