করোনার ঘরোয়া চিকিৎসা ১০০% কার্যকরী


করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া উপায়ঃ-

উপাদানঃ-

১) দুইটা বড় লেবুর সম্পূর্ণ রস।
২)আড়াই গ্লাস সাধারণ পানি।
৩)দশটি এলাচ।
৪)দশটি লং।
৫)দশটি দারচিনি।
৬)ছয় কোয়া বড় রশুন কুচি।
৭)আধাপোয়া আদা কুচি।
৮)দুই মুখা/ছিপি খাঁটি সরিষার তেল।

কার্যপ্রণালীঃ

সব গুলো একটা পাতিলে নিয়ে চুলাতে ভালো করে ফুটান,উক্ত পানির উপর কাপড় দিয়ে মাথা ঢেকে দশ মিনিট পর্যন্ত শ্বাস নিতে থাকুন যতক্ষণ পর্যন্ত অসুস্থতা কমে আসছে এক ঘন্টা পর পর উক্ত নিয়ম অনুসরণ করুন। শ্বাস নেওয়া শেষ হলে পানিটি চায়ের মতো গরম রেখে পান করুন।

বিদ্রঃ এই পদ্ধতি অবলম্বন করে ১ দিনেই সুস্থ হয়েছেন নারায়নগঞ্জের এক করোনা রোগী!   

1 comment:

Powered by Blogger.