বিজ্ঞানী আইনস্টাইন থেকে শিক্ষা!


বিজ্ঞানী আইনস্টাইন
সাংবাদিকদের
বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন।
.
হঠাৎ এক সাংবাদিক প্রশ্ন করল-
"স্যার,
আপনি
কি জানেন ১ মাইলে কত
কিলোমিটার?"
আইনস্টাইন বললেন - "না, আমি জানি
না।"
সাংবাদিকটি সবিস্ময়ে বললো-
"সেকি!
আপনি এত বড় বিজ্ঞানী অথচ এটাও
জানেন না?"
উত্তরে আইনস্টাইন বললেন- "যে তথ্য
রেফারেন্স বই ঘেটে দুই মিনিটের
মধ্যে বের করা যায় সেই তথ্য
মস্তিষ্কে
জমা রাখতে যাব কেন?
আমি মস্তিষ্ক ব্যবহার
করি চিন্তাভাবনার জন্য, অর্থহীন
জ্ঞানের গুদাম হিসেবে নয়।"
.
এবার আমাদের দেশের অবস্থাটা
ভাবুন।
সোমালিয়া মুদ্রার নাম কি
কিংবা কোন
দেশকে সাদা হাতির দেশ বলা হয়-
এইসব মুখস্ত করে করে আমরা চাকরী
লাভের জন্য নিজেদের যোগ্য করে
তুলি।
কিন্তু একটু
ভাবুন তো, চাকরী ক্ষেত্রে সত্যিই
কি সোমালিয়ার মুদ্রার নাম কোন
গুরুত্ব
বহন করে?????

No comments

Powered by Blogger.