গাঁজা খেয়ে বল্টুর অবস্থা !


বল্টু সদ্য গাঁজা খেয়ে বাড়ী
ফিরেছে।
কোনভাবেই যেন বাবা টের না
পায়
সেজন্য খুব সতর্ক।
দরজা খুলে দিতেই সে এ্যাজ
ইউজুয়াল
কেমন আছো বলে
দরজা লাগিয়ে দিলো। বেশী রাত
হয়েছে বলে তার
বাবা কটমট করে তাকিয়ে আছেন
কিন্তু
বকাবকি করছেন
না।
বাবা বললেন, "ভাত খেয়ে নাও।"
. বল্টু গিয়ে টেবিলে বসেছে।
রগচটা বাবা দাড়িয়ে আছেন
পাশে।
ভয়ে ভয়ে সে খুব সতর্ক ভাবে ভাত
নেয়,
তরকারী নেয়,
তারপরে ঠিকঠাক মত খেতে থাকে।
এরপরে ডাল নেয়, ডাল দিয়ে
খেতে
থাকে।
এবার বাবার দিকে তাকিয়ে
দেখে
বাবা চোখ বড় বড়
করে তাকিয়ে আছেন। বল্টু কিছুতেই
খুঁজে
পায় না সে
কি ভুল করেছে।
.
এক সময় বাবা চিৎকার করে বলে
উঠলেন,
.
.
"হারামজাদা তোর প্লেট কই...!!!???
.
অতঃপর বল্টুর গালে ৫টি আঙুলের
ছাপ!

No comments

Powered by Blogger.