কে বড় অভিনেতা ?
টিভি-তে অমিতাভ বচ্চনের "শরাবি"
সিনেমাটা দেখতে দেখতে আমার বউ
হটাত আমায় বলল---"দ্যাখ, সত্যিই
অমিতাভ বচ্চন কত বড় অভিনেতা, যে মদ
না খেয়েও এত ভাল মাতালের, মানে মদ
খাওয়ার অভিনয় করছে। কঠিন কাজ।"
শুনে আমি নিজের মনে মনেই
বললাম---"মদ না খেয়ে মাতালের
অভিনয় করার চেয়ে এক বোতল মদ খেয়ে,
না খাওয়ার
অভিনয় করে নিজেকে সুস্থ স্বাভাবিক
দেখানো যে আরও কত কঠিন কাজ, সে আর
তুমি কি বুঝবে...!!!
সে শুধু একটা ছেলেই বোঝে।
No comments