বল্টু ও সিমেন্ট বিক্রেতার মজার ঘটনা !


সকাল বেলায় বল্টুকে তার মা
দোকানে পাঠালো সিমেন্ট
আনতে। দোকান তখন সবেমাত্র
খুলেছে। মালিক এতো ভোরে
কাস্টমার দেখে ব্যাস্ত হয়ে পড়ল। ওই
তোরা স্যারকে বসতে দে, চা
আনা। চা- বিষ্কুট খাবার পর বল্টু বলল-
ধুর এতো সকালে কি চা- বিস্কুটে
কাম অয়? ওই, তাইলে স্যারের লাগি
পরোটা আন। ইয়ে স্যার কয়ব্যাগ
সিমেন্ট লাগবে? পরোটা খাবার
পর, বল্টু বলল ধুর মিয়া পরোটা খাইতে
আসি নাই। সকালে ভাত ছাড়া অন্য
কিছু খাই না। নাকি অন্য দোকানে
যামু? দোকানি নিরুপায় হয়ে তখন
ভাত এনে খাওয়ালো। স্যার এবার
বলেন কত ব্যাগ সিমেন্ট লাগবে
আপনার? বল্টু: এতকিছু খাওয়ার পর
একটা কোক হলে মন্দ হয় না। অগত্যা
দোকানি নিরুপায় হয়ে কোক এনে
খাওয়ালো। স্যার কতগুলো সিমেন্ট
দেব? বল্টু এবার ধিরে সুস্থে বলল, ¤ ¤
¤ ¤ ¤ ¤ ¤ ¤ ¤ ¤ ¤না মানে বেশি তো
লাগবে না, মায়ের মাটির কলসিটা
ভেঙে গেসে তো। আমারে ১৫
টাকার সিমেন্ট দেন।

No comments

Powered by Blogger.