তিন বন্ধুর স্বপ্নের কাহিনি!


তিন বন্ধু ঘুম থেকে উঠে একজন
আরেকজনকে স্বপ্নের কথা
বর্ণনা করছে।
প্রথম বন্ধুঃ "জানিস আমি
স্বপ্নে দেখলাম, মরুভুমির সব
বালি সোনা হয়ে গেছে আর
আমি সেগুলোর মালিক হয়ে
গেছি। "
দ্বিতীয় বন্ধুঃ "আমি স্বপ্নে
দেখলাম আকাশের সব তারা
স্বর্ণমুদ্রা হয়ে গেছে আর আমি
তার মালিক হয়ে গেছি। "
তৃতীয় বন্ধুঃ "আমি স্বপ্নে
দেখলাম এতো কিছু পেয়ে
তোরা খুশিতে হার্টফেল
করেছিস আর মরবার আগে
আমাকে তোদের সব সম্পদ উইল
করে দিয়ে  ৷

No comments

Powered by Blogger.