কে বউয়ের কথা শোনেনা ?


একরাতে রাজা আর রানী গল্প
করতে করতে কথায় কথায় রানী বলে
ফেললেন : "সব স্বামীরাই বউয়ের
কথা শোনে। রাজা রানীর কথায়
একমত হলেন না। তখন তারা একে
অপরের সাথে তর্ক করতে শুরু করে
দিল। এক পর্যায় রাজা রানীকে
বললেন : "ঠিক আছে কালই প্রমাণ
হয়ে যাবে কে কার কথা শোনে।"
পরের দিন রাজ্যে ঘোষণা করা হল
“সব বিবাহিত প্রজাদের জন্য রাজা
এক বিশেষ পুরস্কারের ব্যবস্থা
করেছেন” তখন সব বিবাহিত প্রজার
হুড়োহুড়ি দিয়ে রাজপ্রসাদের
সামনে হাজির হলো। রাজদরবারের
সামনে দুইটা সাইনবোর্ড লাগানো
হলো। ১টা যারা বউয়ের কথা
শোনে তাদের লাইন, আরেকটা
যারা বউয়ের কথা শোনেনা
তাদের লাইন। তখন সবাই
ঠেলাঠেলি করে যারা বউয়ের
কথা শোনে সেই লাইনে গিয়ে
দাড়ালো। কিন্তু বল্টু বেচারা
যারা বউয়ের কথা শোনে না সেই
লাইনে গিয়ে দাড়ালো। রাজা
হেরে গিয়েও একদিক থেকে খুশি
হলেন, যাক রাজ্যে এক বান্দা তো
আছে যে বউয়ের কথা শোনে না।
তখন রাজা কৌতুহলি হয়ে বল্টুকে
জিজ্ঞাসা করলো : "কি ব্যাপার
তুমি এই লাইনে এসে দাড়ালে
কেনো..? তখন বল্টু বললো : “আমার বউ
আমাকে বেশি হুড়োহুড়ির মধ্যে
যেতে মানা করেছে।” লও
ঠ্যালা।।।।

No comments

Powered by Blogger.